ডেইল ফেরাও: বালিয়াড়ি ও সৈকতের প্রতিবেশগত পুনরুদ্ধার কর্মসূচী

জলবায়ু পরির্ব্তন, সাগরের উচ্চতা বৃদ্ধি ও ভাঙ্গন থেকে উপকূলে জীবন-জীবিকা ও পরিবেশ-প্রাণবৈচিত্র্য হেফাজতের কর্মসূচি। বর্তমানে আমাদের মূল লক্ষ্য বাংলাদেশে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলীয় অঞ্চলে ও দ্বীপগুলোতে জলবায়ু পরিবর্তন-সহিষ্ণু শক্তিশালী লোকসমাজ ও ব্যবসা গড়ে তোলা।

উপকূল পাকাকরণ, ভাঙ্গন, এবং ক্ষতিকর বিদেশি গাছের উপদ্রব

হুমকির মুখে কমুনিটি, ব্যবসা, প্রাণ ও সাংস্কৃতিক বৈচিত্র্য

কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে ভাঙ্গন বাড়ছে। বাড়তি ভাঙ্গনের পেছনে কারণ হিসাবে আছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলে সাগর-ঘেঁষে নানা পাকা অবকাঠামো বানানো (কংক্রিটের বাঁধ-ব্লক-ট্রেটাপড ইত্যাদি), জিও-টিউব বসানো, এবং বিদেশি ক্ষতিকর গাছের বাগান করা (যেমন অস্ট্রেলিয়ান পাইন বা ঝাউ গাছ)।

সাগর ঘেঁষে এইসব পাকা অবকাঠামো বানানো ও বিদেশি ক্ষতিকর গাছের বাগান করার সময় ও এইসব কার্যক্রমের পরিণতিতে এই উপকূলের প্রাকৃতিক রক্ষাকবচ– ডেইল (বালিয়াড়ি/ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বালুর ঢিবি) এখন নানা জায়গায় হয় ধ্বংস হয়ে গেছে নয়তো ধ্বংস হবার পথে।

সাগরের উচ্চতা বৃদ্ধি ও ভাঙ্গন থেকে উপকূলের হেফাজত

ডেইল: জীবন-জীবিকা-পরিবেশ-প্রাণবৈচিত্র্যের প্রাকৃতিক রক্ষাকবচ

চট্টগ্রামের কিছু এলাকায় এবং কক্সবাজার উপকূলে স্থিতিশীলতা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেইল। এখানে ডেইলগুলা বিচিত্র রকমের প্রাণি ও উদ্ভিদের আবাসস্থল হিসাবে ভূমিকা রাখে এবং বালুর প্রাকৃতিক গুদামঘর হিসাবে থাকে– ভেঙ্গে যাওয়া বা ক্ষতিগ্রস্ত সৈকতে বালুর যোগান দিয়ে সুস্থ করে তোলে। ভরা জোয়ার, বিশাল ও শক্তিশালী ঢেউ, ঝড় ও জলোচ্ছ্বাসের কবল থেকে প্রাকৃতিক সুরক্ষা হিসাবেও অবদান রাখে এইসব ডেইল। এভাবে ডেইলগুলো উপকূলীয় ঝড়-বন্যা-ভাঙ্গনের প্রভাব প্রশমিত করে এবং জান-মালের ক্ষয়ক্ষতি কমায়।

কাজেই কক্সবাজারে বিলুপ্ত এবং ক্ষতিগ্রস্ত ডেইল পুনরুদ্ধার ও পুনর্বাসন করা এখন খুবই জরুরি। আমাদের এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে স্থানীয় লোকসমাজ, জেলে সমিতি, কৃষক সমিতি, পর্যটন ব্যবসায়ীসহ নানা সমিতি ও সংস্থাকে এই কাজে পরামর্শ ও কারিগরি সহায়তা দেয়া। যাতে স্থানীয় জাতের গাছপালা-ঝোপঝাড়-লতাপাতা ফিরায়ে আনার মাধ্যমে কক্সবাজার উপকূলে ডেইল ফিরায়ে আনা যায়।

সংশ্লিষ্ট খাত: দারিদ্র্য দূরীকরণ, জনস্বাস্থ্য, জলবায়ু অভিযোজন ও প্রশমন, দুর্যোগের ঝুঁকি কমানো, বাস্তুসংস্থান পুনরুদ্ধার, ফিশারি, পর্যটন

কাজের পদ্ধতি: ঐতিহ্যগত জ্ঞান-ভিত্তিক এবং স্থানীয় নেতৃত্বে পরিচালিত উদ্যোগ; সাম্য ও ইনসাফ; প্রথাগত এবং স্থানীয় লোকসমাজের ভূমি অধিকারের স্বীকৃতি; এবং পাবলিক ও প্রাইভেট অংশীদারিত্ব

প্রধান কার্যক্রম

  • ডেইল পুনরুদ্ধার ও পুনর্বাসনের জন্য স্থানীয় নানা সংস্থাকে পরামর্শ ও কারিগরি সাহায্য দেয়া
  • উপকূলীয় প্রাকৃতিক সুরক্ষা ও পুনর্বাসনের স্থানীয় নানা পদ্ধতির ব্যাপারে গবেষণা ও প্রচার করা
  • স্থানীয় জেলে ও কৃষক সম্প্রদায়ের অভিজ্ঞতার ভিত্তিতে ডেইল পুনরুদ্ধার কাজের ভবিষ্যত কর্মকৌশল ঠিক করা
  • ডেইল পুনরুদ্ধার ও পুনর্বাসন কাজে আগ্রহী পর্যটন ব্যবসায়ীদের জন্য কার্যপদ্ধতি তৈরিতে তাদের সহায়তা করা


Posted

in

by